হবিগঞ্জে জেএমবি সদস্য আটক
প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৮
আপডেট : ৪ বছর আগে

হবিগঞ্জ থেকে মশিউর রহমান (৩২) নামে জেএমবি’র এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৯ এর সদস্যরা। গ্রেফতার মশিউর লাখাই উপজেলার বামুই পূর্বপাড়া গ্রামের মৃত মমিন হোসেনের পুত্র। হবিগঞ্জ সদর থানার পাইকপাড়া ত্রিমোহনী এলাকা থেকে শুক্রবার রাত ১১টায় র্যাব-৯ এর সিলেট ক্যাম্পের স্পেশাল কোম্পানী তাকে আটক করা হয়।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা ও আরো চারটি মামলার এজাহারনামীয় আসামী হচ্ছে মশিউর। গত ডিসেম্বরে তার ৫ সহযোগীকে গ্রেফতার করা হয় এবং হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। আটক আসামীকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে র্যাব জানিয়েছে।