হবিগঞ্জে কিবরিয়া হত্যা মামলার পলাতক আসামী আটক
প্রকাশিত : ০৪ আগস্ট, ২০১৮
আপডেট : ৩ বছর আগে

সিলেট এক্সপ্রেস ডেস্ক: হবিগঞ্জে কিবরিয়া হত্যা মামলার পলাতক আসামী মহিবুর রহমানকে আটক করেছে পুলিশ। সে হবিগন্জ সদর উপজেলার কাটাখাল গ্রামের রফিক মিয়ার পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ সদর উপজেলার কাটাখাল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানিয়েছে সে কিবরিয়া হত্যা মামলার চার্জশীট ভুক্ত পলাতক আসামী।
হবিগন্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।