সড়ক দুর্ঘটনায় নিহত সাদমান সাকিব এর দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় নিহত সাদমান সাকিব জামিল (২০) এর দাফন সম্পন্ন হয়েছে। ২১ নভেম্বর বুধবার বাদ জোহর টুকেরবাজার শাহী ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সে সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শাহপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র রেকর্ডিং দেখে সিলেট ফেরার পথে গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার কৈতকে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ এড়াতে সড়ক থেকে ছিটকে পড়ে গিয়ে আহত হন তিনি। পরে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মৃত্যু হয় তার ।
এ ঘটনায় আফছর আহমদ (১৮) নামে অপর আরোহী আহত হয়েছেন। তাকে ওসমানী হাসপাাতলের ৪ তলা ৭ নং ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
সাংবাদিক রেজা রুবেল জানান,সাদমান সাকিব সিলেট শহরতলীর শাহখুররুম ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং শাহ খুররম ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি।