স্বপ্ন
প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯
আপডেট : ২ বছর আগে

নাবিনা ইয়াসমিন জেরিন
আকাশ ভরা দুঃখ আমার
সাগর ভরা ঢেউ,
চোখ বুজে মা স্বপ্ন আঁকি
সরতেই বিষণ্ণতার ঢেউ।
স্বপ্ন দেখি সুখে থাকার,
স্বপ্ন গুলো সত্যি হওয়ার।
স্বপ্ন দেখি এলোমেলো
স্বপ্ন দেখি সাদাকালো,
স্বপ্ন দেখি এগিয়ে যাবার
সকল বাধা পেরিয়ে যাওয়ার,
স্বপ্ন নিয়েই রয়েছি বেঁচে।
স্বপ্নের কোনো নেই ঠিকানা,
নেই পাহারা নেই কাঁটাতার।
দুঃখ নিয়ে স্বপ্ন বুনি
কষ্ট দিয়ে আঁকি,
স্বপ্ন গুলো ভেঙে যায়
আমি চেয়ে থাকি।