স্ত্রীর পোশাক পরে বিমানে উঠলেন করোনা রোগী, অতঃপর……
প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১
আপডেট : ১০ মাস আগে

করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী বিমানে উঠতে অভিনব এক ঘটনা ঘটিয়েছেন মহামারির এখনকার ‘হটস্পট’ ইন্দোনেশিয়ায়।
কর্তৃপক্ষের চোখ এড়াতে স্ত্রীর পোশাক পরে একটি ফ্লাইটে উঠে পড়েন তিনি।
কিন্তু শেষ পর্যন্ত তার কৌশল ব্যর্থ হয়, গ্রেপ্তার হন পুলিশের হাতে।
সিএনএন জানায়, করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি কোয়ারেন্টাইনে থাকার বদলে উঠে পড়েন যাত্রীবাহী একটি ঘরোয়া বিমানে।
কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিতে নারীর বেশ ধরে নকল আইডি ব্যবহার করেন, পরনে ছিল স্ত্রীর পোশাক ও নেকাব।
সঙ্গে নেন ‘নেগেটিভ সার্টিফিকেট’ও।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে টার্নেটে যাওয়ার পথে ঘটা এই ঘটনা আঁচ করতেও পারেনি বিমান কর্তৃপক্ষ।
এভাবেই প্রায় পার পেয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি।
কিন্তু বিমানটি সুলতান বাবুল্লাহ বিমানবন্দরে অবতরণের আগে টয়লেটে গিয়ে পোশাক বদল করতে দিয়ে ধরা খেয়ে যান তিনি।