সৌদি থেকে ফিরলেন ৪১২ বাংলাদেশি
প্রকাশিত : ১২ জুলাই, ২০২০
আপডেট : ৮ মাস আগে

সিলেট এক্সপ্রেস ডেস্ক করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে আটকে পড়া সৌদি আরবের দাম্মাম থেকে দেশে ফিরেছেন ৪১২ জন বাংলাদেশি।
শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় আসেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।
করোনা মহামারীর কারণে সারা বিশ্বে ফ্লাইট চলাচল সীমিত করা হয়। বাংলাদেশ থেকেও ১৭টি আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। এতে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরানো হচ্ছে।
বর্তমানে বাংলাদেশ থেকে লন্ডন ও চীনে সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল করছে। এছাড়া ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। আর আগামী ১৩ ও ১৪ জুলাই থেকে আবারও দুবাই এবং আবুধাবিতে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালানো শুরু করবে | সুগান্তর