সৈয়দ কুতুব জালাল মডেল হাইস্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১
আপডেট : ১ সপ্তাহ আগে

২১ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার সৈয়দ কুতুব জালাল মডেল হাইস্কুলের উদ্যোগে র্যালী,চিএাংকন, প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ২১ ফেব্রুয়ারি রবিবার সকালে বিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনারে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর স্বাস্থ্যবিধি মেনে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আব্দুল মালিকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দেলোয়ারা আক্তার লিপির সঞ্চালনার অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরী, সিলাম ইউনিয়ন পরিষদের সদস্য শাহনুর আহমদ , দাতা সদস্য আশিক মিয়া, সহকারী শিক্ষক হেলাল আহমদ চৌধুরী। মুনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক আব্দুল মালিক।