সেই ৩ শিশুকে পাওয়া গেছে
প্রকাশিত : ১৯ জুন, ২০২১
আপডেট : ১১ মাস আগে

সিলেটএক্সপ্রেস সিলেটের দক্ষিণ সুরমার জমজ ২ ভাইসহ নিখোঁজ তিন শিশুকে পাওয়া গেছে। শনিবার ভোররাত ৪টার দিকে তাদের স্বজনরা সিলেটের জাফলং এলাকা থেকে বাড়িতে নিয়ে আসেন।
এর আগে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পরিবারের কাউকে না বলে তিনজন বাড়ি থেকে বের হয়ে যায়। তারা হলো দক্ষিণ সুরমার আহমদপুরের মৃত সামছুল ইসলামের জমজ ছেলে হাসান ও হোসেন (১৩) এবং জালালাবাদ থানাধীন জাঙ্গাইল এলাকার রিপন মিয়ার ছেলে অপু (১০)।
অপু আহমদপুর এলাকার একটি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ালেখা করতো। এছাড়া হাসান ও হোসেন সিলেটের কুদরত উল্লাহ মাদ্রাসায় হিফজ বিভাগে অধ্যয়নরত ছিল।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।