সুর্যোদয় এতিম স্কুলের ঈদবস্ত্র বিতরণ

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সুর্যোদয় যুব সংঘ কর্তৃক পরিচালিত সুর্যোদয় এতিম স্কুলের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ ও আলোচনা সভা সোমবার (৩ মে) বিকেলে ৩টায় চৌকিদেখী মাজার গলি রংধনু এলাকায় অনুষ্ঠিত হয়।
সুর্যোদয় যুব সংঘ ও এতিম স্কুলের সভাপতি মো. হাসান তালুকদার সুহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.কে কামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবী হুমায়ূন আহমদ মাসুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুর্যোদয় এতিম স্কুলের উপদেষ্টা ইয়াহিয়া আহমদ, সোহরাব হোসেন পাপলু, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সুর্যোদয় যুব সংঘের সহ ধর্ম সম্পাদক ফয়সল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সংঘের অর্থ সম্পাদক মো. আফজাল হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সুর্যোদয় যুব সংঘের ধর্ম সম্পাদক মৌলভী শহিদুল ইসলাম ও সাংস্কৃতিক সম্পাদিকা সোনিয়া আক্তার।
আও উপস্থিত ছিলেন এনামূল হক সোহেল, ব্যবসায়ী জাবেদ আহমদ, সংঘের সদস্য সোহান আহমদ, মুক্তার হোসেন, মো. সোহাগ আহমদ, জুয়েল আহমদ, তাহমীদ আহমদ, আফজাল হোসেন, মো. ফয়ছল আহমদ, জনি আক্তার, শেলী দেব, তানিয়া আক্তার, সাদিয়াতুল বুশরা, ইয়াহিয়া আহমদ প্রমুখ।