সুখের চাষবাস
প্রকাশিত : ০১ মে, ২০১৯
আপডেট : ২ বছর আগে

মোশাররফ হোসেন সুজাত:
ঝর্ণা গুলোর মিলিত হয় নদীতে
নদীদের মিলন সমুদ্রের অতলতায়
মেঘরা জমাটবদ্ধ আকাশ প্রনয়ে
তিক্ততায় তবু জমিনে পড়ে ঝরে
বৃষ্টি স্পর্শে মৃত্তিকা গর্ভবতী সবুজ রূপে
প্রেমের বৈচিত্র্য রূপ এখানেও ফুটে।।
অবনী রূপ দেখি প্রেমের ছায়ায়
অদৃশ্য ইঙ্গিতে সব জোড়ায় জোড়ায়
একক আত্মায় যদি হয় একাকার
আমি কেন ধরবোনা তাদের আকার!!
পাহাড় চুমু খায় আকাশের ঠোঁটে
ঢেউগুলিও পরস্পর আলিঙ্গনরত
অগ্নিস্ফুলিঙ্গ মিশে যদি বাতাসের স্রোতে
আমি কেন রইবো পড়ে অচিন ঘাটে!!
রোদের তেজস্ক্রিয়তায় জমিন কাঁধে
জ্যোৎস্নাচুম্বনে নিশুতি করে থরথর
এতো আয়োজন যদি হয় সৃষ্টি কোলে
তবে কেন সুখের চাষবাস হারাবো দুজনে??