সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের মৃত্যুতে সিসিক মেয়রের শোক
প্রকাশিত : ১৮ জুন, ২০২০
আপডেট : ২ বছর আগে

সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু তৈয়ব চৌধুরীর (৯০) মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
গত মঙ্গলবার রাতে সিলেট নগরীর কুমারপাড়াস্থ বাসায় তিনি ইন্তেকাল করেন। তিনি দির্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
এক শোক বার্তায় সিসিক মেয়র বলেন, সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু তৈয়ব চৌধুরী একজন গুনি শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।
মরহুমের রুহের মগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।