সিলেট সফরে আসছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

সিলেট এক্সপ্রেস ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ ৬ দিনের সরকারি সফরে সিলেট আসছেন আজ সোমবার। তিনি সড়ক পথে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করবেন। তার সফর সূচির মধ্যে রয়েছে ১৫ জানুয়ারি জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় ও ঐদিন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়, ১৬ জানুয়ারি গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় শেষে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ, ১৭ জানুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় শেষে ঐদিনই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজিত আলোচনা সভায় যোগ দান করবেন। ১৮ ও ১৯ জানুয়ারি জৈন্তাপুরের শ্রীপুরে নিজ বাসায় দলীয় নেতাকর্মীর সাথে সৌজন্য সাক্ষাতের পর ঢাকার উদ্দেশ্য রওয়ানা হবেন তিনি।