সিলেট সদর মীরেরগাঁওয়ে বজ্রপাতে দুই ভাইসহ নিহত ৩জন
প্রকাশিত : ২৭ মে, ২০১৮
আপডেট : ৩ বছর আগে

সিলেট সদর উপজেলার মোগলগাও ইউনিয়নে মীরেরগাঁওয়ে জিলকার হাওরে বজ্রপাতে ৩ কিশোরের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন আপন ভাই। শনিবার বিকাল ৫টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
প্রাণ হারানো তিন কিশোর হচ্ছে- মীরের গাও গ্রামের বদর উদ্দিনের ছেলে বাবুল মিয়া (১৮), ইমন মিয়া (১০) এবং বেলাল মিয়ার পুত্র আব্দুল আমোন (১৬)।
স্থানীয় সুত্রে জানা যায়- বিকাল ৫টার দিকে তুফান চলাকালে তারা তিনজন মাছ ধরতে জিলকার হাওরে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।