সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসার স্ত্রী ও মেয়ে ডেঙ্গু আক্ান্ত
প্রকাশিত : ০৯ আগস্ট, ২০১৯
আপডেট : ২ বছর আগে

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসার স্ত্রী ও মেয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তাদেরকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা জেদান আল মুসা সিলেটভিউকে জানান, ঢাকার তাঁর বাসা বনশ্রীতে। সেখানে থাকা তাঁর স্ত্রী ফারিয়া বিনতে হক এবং তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে লাবিবা নউমি সপ্তাহখানেক আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। গত পরশুদিন তাদের অবস্থার অবনতি হওয়ায় কাল বৃহস্পতিবার সকালে তাদেরকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি জানান, বর্তমানে তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, স্ত্রী ও সন্তানের অসুস্থতার খবর পেয়ে জেদান আল মুসাও ছুটি নিয়ে ঢাকায় গেছেন। স্ত্রী-সন্তানের সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।