সিলেট বিশ্বনাথে চাচার হামলায় আহত ভাতিজার মৃত্যু

জায়গা-জমির বিরোধের জের ধরে চাচার হামলায় গুরুতর আহত ভাতিজা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার ভোর ৬টার দিকে আহত ভাতিজা আবদুর রব (৩৮) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
আবদুর রব উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তিলকপুর গ্রামের মৃত রশিদ আলীর পুত্র। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে আপন চাচা আশিক মিয়া গংদের সাথে বিরোধ চলে আসছে নিহত আবদুর রবের। বিষয়টি নিয়ে আদালতে মামলাও হয়। স¤প্রতি মামলার রায় আবদুর রবের পক্ষে যায়। রায় নিজের পক্ষে আসায় গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিরোধপূর্ণ ডোবায় মাছ শিকার করতে যান আবদুর রব। এসময় আবদুর রবের উপর হামলা করেন আশিক মিয়া গংরা। এতে গুরুতর আহত হন রব।
চিকিৎসার জন্য আবদুর রবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৬টায় তার মৃত্যু হয়।
আবদুর রবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম।