সিলেট থেকে হজযাত্রীদের নিয়ে জেদ্দার পথে বিমান
প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯
আপডেট : ২ বছর আগে

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট। ৪২০ জন যাত্রী নিয়ে সিলেট থেকে বিমানের বিজি ৩৩৩৭ ফ্লাইটটি জেদ্দার পথে ছেড়ে যায় বৃহস্পতিবার বেলা সোয়া ১২টায়
এ তথ্য নিশ্চিত করেছেন হজ এজেন্সিজ বাংলাদেশের (হাব) সিলেট জোনের সাধারণ সম্পাদক জহিরুল কবির চৌধুরী শিরু।
তিনি জানান- এবার সিলেট থেকে সরাসরি ১২৬০ জন হজযাত্রী সরাসরি রওয়ানা হবেন। আগামীকাল শুক্রবার জেদ্দায় যাবে একটি ফ্লাইট এবং ৩ আগস্ট সিলেট থেকে প্রথমবারের মতো সরাসরি মদীনায় যাবে আরেকটি ফ্লাইট।
এবছর সিলেট থেকে হজযাত্রীর সংখ্যা ৩২০০ জন বলে জানা গেছে।