সিলেট জেলা তথ্য অফিসের করোনাভাইরাস সংক্রমণ রোধে বার্তা প্রচার চলছে
প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০
আপডেট : ১১ মাস আগে

সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধে করণীয় বার্তা প্রচার কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে এ সংক্রান্ত পথ প্রচার বাস্তবায়নের পাশাপাশি ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় সিলেট জেলা তথ্য অফিস পহেলা এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সিটি কর্পোরেশনসহ প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এ প্রচার কার্যক্রম বাস্তবায়ন করবে।
তাছাড়া প্রচারণাকালে এ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হবে। ০১ এপ্রিল জকিগঞ্জ উপজেলায় প্রচার কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দুই সপ্তাহব্যাপী এ প্রচার কার্যক্রমের শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি। তিনি বলেন- করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধে জনসাধারণকে সচেতন করতেই এ প্রচার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।