সিলেট চেম্বারের আগামী নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন বোর্ড ও আপীল বোর্ড গঠিত
প্রকাশিত : ১৮ জুন, ২০১৯
আপডেট : ৩ বছর আগে

সিলেট এক্সপ্রেস ডেস্ক: দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের ২০১৯-২০২১ সাল মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন বোর্ড ও আপীল বোর্ড গঠন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত প্রশাসক আসাদ উদ্দিন আহমদ বিধি মোতাবেক আগামী নির্বাচন আয়োজনের লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড ও ৩ সদস্য বিশিষ্ট আপীল বোর্ড গঠন করেন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এবং সদস্য হিসেবে এডভোকেট সৈয়দ শামীম আহমদ ও এডভোকেট মোঃ জুনেল আহমদ-কে মনোনীত করা হয়েছে। অপরদিকে আপীল বোর্ডে চেয়ারম্যান হিসেবে এডভোকেট এ কে এম শমিউল আলম এবং সদস্য হিসেবে এডভোকেট মোঃ রাজ উদ্দিন ও হারুন আল রশীদ দীপু-কে মনোনীত করা হয়েছে।