সিলেট ইমিন্যান্ট লিও ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ

সিলেট ইমিন্যান্ট লিও ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সিলেট নগরীর চৌকিদেখীস্থ সার্ক ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজে লিও ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে টিফিন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন-লায়ন্স ৩১৫ বি-১ এর ডিস্ট্রিক রিজন চেয়ারপার্সন ও লিও ক্লাবের উপদেষ্টা লায়ন মো: মিছবাহ উদ্দিন, সিলেট ইমিন্যান্ট লায়ন্স ক্লাবের সেক্রেটারী লায়ন মো: আবু মোতালেব, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর মো: মহি উদ্দিন, লায়ন হুমায়ুন আহমদ, সিলেট ইমিন্যান্ট লায়ন্স ক্লাবের ট্রেজারার মাহমুদা আকতার, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের ইনচার্জ ইমরান আহমেদ, সিলেট যুব ফোরামের সভাপতি যুব সংগঠক শাহ আলম, সিলেট ইমিন্যান্ট লিও ক্লাবের সভাপতি লিও জুবায়ের আহমদ, সেক্রেটারী লিও জেলি বেগম, ট্রেজারার লিও সুলতানা বেগম, ভাইস প্রেসিডেন্ট লিও নোমান মিয়া, জয়েন্ট সেক্রেটারী লিও ইসরাত নিপা, জয়েন্ট ট্রেজারার লিও শাহ মাখলুক আহমেদ, লিও নুসরাত রেখা, লিও জাবেদ আহমেদ, লিও আলীউর রহমান, লিও লিমন মিয়া, লিও শহীদুর রহমান সুলতান, লিও জাহিদ হাসান তালুকদার, লিও শিব্বির আহমেদ, লিও মো: রহমত, লিও নাজনীন আকতার। এসময় আরো উপস্থিত ছিলেন- সার্ক ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের শিক্ষক-তাহেরা মনি, নুসরাত রেখা, তাহনিয়া বেগম, মাহফুজুর রহমান, রিংকি চৌধুরী, আখি আখতার, ইমরান আহমেদ, লিমা তালুকদার, এমাজ উদ্দিন, রাজবীন আক্তার, রিপা আক্তার, হোসেইন আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি