সিলেট আসছেন সাবেক অর্থমন্ত্রী

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক সংক্ষিপ্ত সফরে আজ সিলেট আসছেন। তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ সকাল পৌনে ১১ টায় সিলেট এসে পৌঁছবেন। তিনি সকাল ১১ টায় খাদিম নগর ইউনিয়নের বড়শালা নতুন বাজারে সদর উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আশফাক আহমেদের নির্বাচনী গণসংযোগে এবং বেলা ১ টায় বিশ্বনাথের নতুনবাজারে নৌকা প্রতীকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম নুনু মিয়ার নির্বাচনী জনসভায় যোগদান করবেন। এদিন সন্ধ্যা ৭ টায় সিলেটস্থ হাফিজ কমপ্লেক্সের বাসভবনে তার বড় ভাই মরহুম আবু আহমদ আবদুল মসিহ্’র জন্য আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন। রাত ৮ টায় পীরের বাজারে নির্বাচনী পথসভা এবং রাত ৯ টায় টুকেরবাজারে গণসংযোগ ও পথসভায় যোগদান করবেন। পরদিন শুক্রবার সকাল পৌনে ১০ টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাবেদ সিরাজ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।