সিলেট আসছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক

সিলেট এক্সপ্রেস ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক সংক্ষিপ্ত সফরে আজ বৃহস্পতিবার সিলেট আসছেন। তিনি বিকেল ৩টায় আমান উল্লাহ কনভেনশন সেন্টারে সিলেট বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বেলা ৩টা ৪০ মিনিটে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি (এনডিডি) সহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন শীর্ষক বিভাগীয় সেমিনারে যোগ দেবেন। বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্র্তৃক বাস্তবায়িত ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সাথে আইপি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল ৫ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আইসিটি বিভাগ কর্তৃক বাস্তবায়িত ইনফো সরকার প্রকল্প ফেইজ-৩ এর সংশিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলেট কতোয়ালী থানা কন্ট্রোল রুম পরিদর্শন করবেন। রাত সাড়ে ৮টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।