সিলেটে শিশুতোষ চলচ্চিত্র উৎসব শুরু ২০ এপ্রিল

সিলেট এক্সপ্রেস ডেস্ক:
সুস্থ ধারার চলচ্চিত্র সবসময়ই মনন পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। সমাজ পরিবর্তন আর অনিয়মের বিরুদ্ধে চলচ্চিত্র হতে পারে এক দৃশ্যমান প্রতিবাদের ভাষা। সমাজের সকল অনিয়ম, অসুন্দর, অদৃশ্য আর অপশক্তির বেড়াজাল ছিন্ন করতে সুস্থ চলচ্চিত্রই হতে পারে এক যোগ্য আধুনিক অরিন্দম প্রতিবাদ।
সমাজ থেকে এমন অসময়ের শৃঙ্খল ভাঙতে শুভচিন্তার সৃষ্টিশিল নির্মাতা রহমান মনির শিক্ষণীয় শিশুতোষ ৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে শুরু হচ্ছে দুই দিনব্যাপি ‘মৃত্তিকায় মহাকাল শিশুতোষ চলচ্চিত্র উৎসব ২০১৮’। ২০ ও ২১ এপ্রিল প্রতিদিন বিকাল ৩ টা থেকে প্রদর্শনী শুরু হয়ে চলবে রাত ৯ টা পর্যন্ত।
প্রদর্শিত হবে- স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আয়মন, নীরব ক্ষমা, সি ইউ এগেইন, দা পুশ কিড ও পণাতীর্থ। যে চলচ্চিত্রগুলো এর আগে বিশ্বের ৯টিরও অধিক দেশে প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছে।
সমাজের প্রতিবন্ধকতা আর কুসংষ্কারের আঁধার ভেদ করে নতুন সূর্যের আহ্বান জানিয়ে শুদ্ধতার জাগরণে সহযাত্রী হতে সবাইকে শিশুসহ এসব সুস্থ্য ধারার চলচ্চিত্রের দর্শক হতে আমন্ত্রণ জানানো হয়েছে।