সিলেটে মণিপুরী নৃত্যে মুগ্ধ জাপানি দূতাবাসের কর্মকর্তারা

সিলেটে মণিপুরী নৃত্য দেখে মুগ্ধ হলেন ঢাকাস্থ জাপানি দূতাবাসের কর্মকর্তারা। একাডেমি ফর মণিপুরী কালচারাল এন্ড আর্টস, সিলেট ১৯ আগষ্ট সোমবার দুপুরে নগরীর মণিপুরী রাজবাড়ির মহাপ্রভুর জিউ’র মন্দিরে এ নৃত্যানুষ্ঠানের আয়োজন করে। ঢাকাস্থ জাপানি দূতাবাসের পাবলিক রিলেশন বিভাগের প্রধান মিস মাই পমোরি, নিরাপত্তা বিভাগের কর্মকর্তা মাসুশিও ডাইসুকে সিলেটের মধ্যে শুধুমাত্র একাডেমি ফর মণিপুরী কালচারাল এন্ড আর্টস, সিলেট-এর কার্যক্রম দেখার জন্যে ঢাকা থেকে সিলেট আসেন। প্রতিনিধি দলকে একাডেমির কর্মকর্তারা ফুল দিয়ে স্বাগত জানান। এ উপলক্ষে একাডেমির সভাপতি দিগেন সিংহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সাধারণ সম্পাদক সান্তনা দেবী। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটস্থ সহকারী ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি গিরীশ পূজারী।অনুষ্ঠান উপস্থাপনা করেন লৈইকন দেবী যুথিকা।
সফররত জাপানি দূতাবাসের কর্মকর্তারা বলেন, মণিপুরী নৃত্য শুধুমাত্র শুধুমাত্র একটি অঞ্চলের সম্পদ নয়, এটি সকল মানুষেরই সম্পদ। বিশেষ করে সিলেটের একাডেমি ফর মনিপুরি কালচারাল এন্ড আর্টস মনিপুরী সংস্কৃতি লালনে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করছে।
অনুষ্ঠানে অতিথিদের সম্মানে অনুষ্ঠানে মণিপুরীদের ঐতিহ্যবাহী মৃদঙ্গ নৃত্য, লায়হারাউবা নৃত্য পরিবেশন করা হয়। এছাড়া শিশুদের পরিবেশনায় ‘নৃত্যে আনন্দে’ শীর্ষক নৃত্য অতিথিদের প্রশংসা অর্জন করে। উল্লেখ্য একাডেমি ফর মণিপুরী কালচারাল এন্ড আর্টস, সিলেট ২০০৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা লাভ করে। একাডেমির উদ্যোগে নিয়মিতভাবে মণিপুরী নৃত্য প্রশিক্ষণ দেয়া হয়।