সিলেটে বাংলা নববর্ষ নীরব নিস্তব্ধ

নতুন প্রজন্মের কাছে এ যেনো অন্য এক সিলেট। কারণ সিলেটের নতুন প্ররজন্ম বাংলা নববর্ষে এমন নীরব নিস্তব্ধ সিলেট দেখেনি। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ, শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ প্রতিবছর পয়লা বৈশাখে মুখরিত স্থানগুলো এবার জনমানবহীন খাখা করছে।
করোনা ভাইরাসের প্রকোপের মুখেই এসেছে এবারের পহেলা বৈশাখ। প্রায় মাসব্যাপী সাধারণ ছুটিতে এখন গৃহবন্দী সিলেটসহ সারাদেশের মানুষ। ফলে এবারে অনেকটাই চাঞ্চল্যহীন নববর্ষ বরণ উৎসব। স্বাধীনতার পর এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে না।
করোনা পরিস্থিতিতে বৃহত্তর জনস্বার্থের কথা বিবেচনা করেই নববর্ষে জনসমাগম না করার আহ্বান জানিয়েছে সরকার। সিলেটে চলছে লকডাউন। তবে আনুষ্ঠানিকভাবে পহেলা বৈশাখে উদযাপিত না হলেও, পারিবারিক আবহে ঘরে বসেই মানুষ নববর্ষকে স্বাগত জানাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পয়লা বৈশাখকে বরণ এবং শুভেচ্ছা জানাতে ভুলছেননা মানুষ। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র রাসেল জানান, গত পয়লা বৈশাখ ক্যাম্পাসে বন্ধুদের সাথে কি আনন্দ করে কেটেছে। এবার ঘর থেকে বের হতে পারছিনা। খুব মিস করছি। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিতু জানান, এরকম দিন যাবে ভাবিনি। তবে ঘরোয়াভাবে পয়লা বৈশাখ পালন করছি।