সিলেটে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত
প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০
আপডেট : ১০ মাস আগে

117 - 117Shares
সিলেট প্রথম নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সিলেটের সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৪৫-৫০ এর মধ্যে।
রবিবার সন্ধ্যায় ওই ব্যক্তির পজিটিভ রিপোর্ট আসে জানিয়ে তিনি বলেন, ওই ব্যক্তি তার নগরীর বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন। তার বাসাটিও লকডাউন করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান রোববার সন্ধ্যায় জানান, ৫ এপ্রিল রোববার সারাদেশ যে ১৮ জন আক্রান্ত বলে জানিয়েছিল আইইডিসিআর-সিলেটের ওই ব্যক্তি তাদের একজন। তিনি পেশায় চিকিৎসক।
জানা গেছে, দীর্ঘদিন থেকে এই চিকিৎসক বাসায় অবস্থান করছেন। তিনি বাইরে বের হচ্ছেন না। তার পাশাপাশি তার পরিবারের সদস্যরা কোয়ারেন্টাইনে রয়েছেন।
117 - 117Shares