সিলেটে নতুন সিভিল সার্জন, ওসমানীতে হিমাংশু
প্রকাশিত : ০২ অক্টোবর, ২০১৯
আপডেট : ১ বছর আগে

এদিকে এতদিন ধরে সিলেটের সিভিল সার্জনের দায়িত্ব পালন করে আসা ডা. হিমাংশু লাল রায়কে পদোন্নতি দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক পদের দায়িত্ব দেয়া হয়েছে।
সিলেটের সিভিল সার্জন পদে নতুন দায়িত্ব পাওয়া ডা. প্রেমানন্দ মণ্ডল আগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরে কর্মরত ছিলেন।
এদিকে সিভিল সার্জনের দায়িত্ব হস্তান্তরকালে অন্যান্যের উপস্থিত ছিলেন, সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নুরে আলম শামীম, মেডিকেল অফিসার ডা. আমজাদ হোসেন, ডা. মো. মঈনুল আহসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক প্রমুখ।