সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক তিন
প্রকাশিত : ১৬ জানুয়ারি, ২০২১
আপডেট : ২ মাস আগে

সিলেট এক্সপ্রেস সিলেটে (৫৫) পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার (১৬) জানুয়ারি সন্ধ্যায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার আহমেদ পেয়ারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার পিরোজপুর সাকিনস্থ কয়েস মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের। আটককৃতদের মধ্যে রয়েছেন জকিগঞ্জের জিলাই আহমদ জিলান (২৩),দক্ষিণ সুরমার রোমন মিয়া(৪২), একই উপজেলার জয়নাল আহমদ (৩১)।
উক্ত আসামীদের উপর জকিগঞ্জ ও বিয়ানীবাজার থানায় একাধিক মামলা রয়েছে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। বিজ্ঞপ্তি