সিলেটে কর্মবিরতি পালন করছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন : ভোগান্তিতে যাত্রীরা
প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯
আপডেট : ২ বছর আগে

সিলেট এক্সপ্রেস ডেস্ক:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওয়াসিম আব্বাসকে বাস থেকে ফেলে হত্যার সঙ্গে জড়িত বাসচালক জুয়েল আহমদ ও সহকারী মাসুক আলীর বিরুদ্ধের দায়ের করা মামলার ধারা পরিবর্তনসহ ৭ দফা দাবিতে সিলেটে কর্মবিরতি পালন করছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
আজ সোমবার সকাল থেকে ধর্মঘট পালন করছেন তারা। এই কর্মবিরতি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ধর্মঘটের কারণে সকাল থেকে দূরপাল্লার কোনো রুটে বাস ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা। তবে প্রাইভেট গাড়ি ও অ্যাম্বুলেন্স ধর্মঘটের আওতামুক্ত রয়েছে।
ধর্মঘটের কারণে সকাল থেকে কিছু রিকশার চলাচল করলেও ভাড়া নিচ্ছে দ্বিগুন। মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ি চলাচল করতে দেখা যায়।