সিলেটে ইকবাল হত্যার ঘটনায় ২ আসামী গ্রেফতার

1 - 1Share
সিলেটএক্সপ্রেস সিলেট জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০) হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানা পুলিশ ।
রিপন খুনের ঘটনার পর পর আসামীদের ধরতে মাঠে নামে পুলিশ । শনিবার অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- বরইকান্দি এলাকার নোমান আহমদ (৪০) ও সাদ্দাম আমহদ (২৮)।
শুক্রবার রাত ১১টার দিকে কদমতলী এলাকার বাবনা পয়েন্টস্থ সিতারা হোটেলের সামনে তারা হামলার শিকার হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রিপনের মৃত্যু হয় ।
নিহত ইকবাল হোসেন রিপন দক্ষিণ সুরমার খোজার খলা গ্রামের আবুল হোসেনের ছেলে।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, ইকবাল হোসেন রিপনের দুই হাতই বেশি আঘাতপ্রাপ্ত হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই রিপন মারা যান বলে ধারণা করছেন তারা।
বাবনা পয়েন্টে নিয়মিত অবস্থান করেন ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতারা। শুক্রবারও তারা সিতারা হোটেলের সামনে অবস্থান করছিলেন। এ সময় আকস্মিক দুর্বৃত্তরা তাদের উপর ছুরি নিয়ে হামলা চালায়।ডিএক্স/ এমডি
1 - 1Share