সিলেটে আড়ং’র নতুন আউটলেটের উদ্বোধন
প্রকাশিত : ০৪ মে, ২০১৯
আপডেট : ৩ বছর আগে

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সিলেটে ফ্যাশন হাউস আড়ং’র নতুন আউটলেটের উদ্বোধন হয়েছে। শনিবার সকালে নগরীর জেলরোডস্থ নিজস্ব ভবনে এই আউটলেটের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, ব্র্যাকের চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ, ব্র্যাক এন্টারপ্রাইজের সিনিয়র ডিরেক্টর তামারা হাসান আবেদ প্রমুখ।
সিলেটের এই আউটলেটটি ঢাকার বাইরে আড়ং’র সর্ববৃহৎ আউটলেট। ২৭ হাজার স্কয়ার ফুটের তিন তলা ভবনে আড়ং ছাড়াও থাকছে গ্র্যাসরুটস ক্যাফে, আড়ংয়ের সাবব্র্যান্ড তাগা এবং তাগাম্যান।
আড়ং কর্তৃপক্ষ জানিয়েছেন, সিলেটে আড়ংয়ের এই নতুন আউটলেটে ১১০ জন মানুষ কাজ করছেন।