সিলেটের রাসেল চৌধুরীকে মিশিগান সিনেট এর পক্ষ থেকে সম্মাননা প্রদান
প্রকাশিত : ২৮ জানুয়ারি, ২০২২
আপডেট : ৪ মাস আগে

রাজনীতি ও সমাজসেবায় অবদানের জন্যে আমেরিকার মিশিগানে সিলেটের কৃতি সন্তান রাসেল চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়েছে। মিশিগানের গভর্নরের আহবানে মিশিগান সিনেট-এর পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। কোভিড পরিস্থিতির কারনে সংক্ষিপ্ত পরিসরে সিনেটর অ্যাডাম হলিয়ে, সিনেটর পল ও সিনেটর ষ্টেফিনি চ্যাং তার হাতে এ সম্মাননা তুলে দেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের কৃতি সন্তান মিশিগানে বসবাসকারী মিনহাজ রাসেল চৌধুরীকে ২০১৫ সালে ডেমোক্রেট পার্টির ১৪ ডিষ্ট্রিকের নির্বাচিত ভাইস চেয়ারম্যান করা হয়। এ বছর তিনি দ্বিতীয়বারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন