সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সাক্ষাৎ
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮
আপডেট : ২ বছর আগে

সিলেট এক্সপ্রেস ডেস্ক : সিলেটের নবাগত জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সাথে সিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার দুপুরে সমিতির সভাপতি হাজী আব্দুল খালিক ও সাধারণ সম্পাদক হাজী আশরাফ উদ্দিনের নেতৃত্বে নেতৃবৃন্দ এ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে জেলা প্রশাসক সমিতির কল্যাণে সহায়তার আশ^াস দেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সহ-সভাপতি খোরশেদ আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন শাহান, অর্থ সম্পাদক সত্যেন্দ্র কুমার চন্দ, প্রচার সম্পাদক কাজী এ.কে.এম. সামসুদ্দিন, সদস্য জাহাঙ্গীর আলম, ঋষিকেশ পাল, আব্দুল খালিক, আব্দুল কাইয়ুম সরকার, বোরহান উদ্দিন ইকবাল, মোঃ সিরাজুল ইসলাম, মিজানুর রহমান বেলাল, অহিদুল ইসলাম, হাসান মঈন উদ্দিন প্রমুখ। সাক্ষাৎকালে জেলা প্রশাসক সমিতির সাফল্যে কামনা করেন।