সিলেটের করোনা আক্রান্ত সেই চিকিৎসক লাইফ সাপোর্টে
প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০
আপডেট : ১২ মাস আগে

করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সেই চিকিৎসকের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বর্তমানে তাকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল)রাত সাড়ে নয়টার দিকে সিলেট এক্সপ্রেসের পক্ষে থেকে যোগাযোগ করা হলে বিএমএ কেন্দ্রীয় মহাসচিব ডাক্তার ইহতেশামুল হক চৌধুরী দুলাল জানান,রোববার পর্যন্ত তার অবস্থা ভালো ছিল। কিন্তু সোমবার সকাল থেকে হঠাৎ করে তার অবস্থার অবনতি হয়। এজন্য তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। সঙ্গে তার চিকিৎসক স্ত্রী আছেন।