সিলেটবাসীকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আলহাজ্ব এম.এ হকের ঈদ শুভেচ্ছা

সিলেট এক্সপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা ও ঈদ মুবারক জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা আলহাজ্ব এম. এ হক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলমানদের ত্যাগের সুমহান শিক্ষা দিয়ে থাকে। ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করাই কোরবানির মৌলিক শিক্ষা। দুঃখজনক হলেও সত্য যে, এই বছরের ঈদুল আযহার দিনেও একটি ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীণ রয়েছেন গণতন্ত্রের মা তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দলের প্রধানকে কারাগারে রেখে জাতীয়তাবাদী শক্তির পক্ষে ঈদের আনন্দে শামিল হওয়া খুবই কঠিন। তবুও বুকে চাপা কষ্ট রেখেও পবিত্র ঈদুল আযহার আনন্দে নিজেদের শামিল করবেন কোটি জনতা। আসুন এই পবিত্র দিনে হিংসা বিভেদ ভুলে আর্তমানবতার কল্যানে নিজেদের নিয়োজিত রাখি। আমার আশা সরকার ঈদুল আযহার আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে দ্রুততম সময়ের মধ্যে আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে মুক্তি দিবে। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মুবারক।