সিরিয়া ও দুনিয়ার সব গণহত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

মো. আব্দুল বাছিত: সিরিয়া ও দুনিয়ার সব গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিরোধে বিশ^ বিবেক সোচ্চার করার লক্ষ্যে বিশ^ সুন্নী আন্দোলন ও বিশ^ ইনসানিয়াত, বিপ্লব, বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মের নামে অধর্ম সন্ত্রাসবাদ এবং বস্তুবাদী জাতীয়তাবাদী উগ্রবাদী একক গোষ্ঠিবাদী স্বৈরদস্যুতান্ত্রিক অপরাজনীতিই দুনিয়ার সকল খুন-জুলুম-পাশবিকতার মূল কারণ। সব কিছুর উর্ধ্বে জীবন ও মানবতাকে রক্ষা করাই সর্বশ্রেষ্ঠ কাজ। মানববন্ধনে বক্তারা সিরিয়া, আরাকান, ফিলিস্তিন, ইয়েমেন এবং দুনিয়ার সর্বত্র খুন-জুলুমÑধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বিশ^ বিবেককে সোচ্চার আহবান জানান। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুন্নী আন্দোলন ও বিশ^ ইনসানিয়াত, বিপ্লব, বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ সভাপতি শাহিন মিয়া, উপদেষ্টামন্ডলী বদিউল আলম, সাধারণ সম্পাদক হাসান মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ, সহ সাংগঠনিক সম্পাদক জান্নাত উম্মে, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, নিশাত তাসনীম, সজীব, অর্থ সম্পাদক হীরন লাল শিকদার, দপ্তর সম্পাদক রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার হোসাঈন, যোগাযোগ সম্পাদক আব্দুর রাজ্জাক, শেখ সাদী, লিলি, মিলি, আমেনা আক্তার, সামিয়া, আকলিমাসহস বিভিন্ন কলেজ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।