সিটি সেন্টার দোকান মালিক ব্যবসায়ী সমিতির নির্বাচন চলছে
প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৮
আপডেট : ৩ বছর আগে

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সিলেট সিটি সেন্টার দোকান মালিক ব্যবসায়ী সমিতির ২০১৮-২০১৯-এর দ্বি-বার্ষিক নির্বাচন চলছে। সিলেট সিটি সেন্টার মার্কেটে এই নির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এডভোকেট মো. আব্দুস সালাম এবং সহ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এডভোকেট আব্দুল জলিল মল্লিক। উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় ১০২ জন। এছাড়া ২০১৮-২০১৯ এর জন্য সম্পাদকীয় পদে ৮ জন এবং কার্যকরী পরিষদের জন্য সাতটি পদে প্রতিদ্বন্ধিতা করছেন।