সাহিত্য সভা লেখকদের মধ্যে সেতু বন্ধন তৈরি করে

তাসলিমা খানম বীথি: সাহিত্য আসর হচ্ছে লেখকদের মত প্রকাশের একটি উন্মুক্ত জায়গা। যেখানে তাদের মনের কথা বলেন, লেখা পাঠের মাধ্যমে ভাব বিনিময় করে থাকেন। সাহিত্য আসরের মাধ্যমে লেখকদের সেতু বন্ধন তৈরি হয়। লেখক সৃষ্টিতে সাহিত্য আসরের অবদান গুরুত্বপূর্ণ।
সিলেট মোবাইল পাঠাগারের ‘পৌনে সাত শততম সাহিত্য আসর’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা বক্তারা একথা বলেন। নগরীর ইলেকট্রিক সাপ্ল¬াই রোডস্থ মেট্টোপলিটন ল’ কলেজ ভবন মিলনায়তনে গত শনিবার সন্ধ্যায় সিলেট মোবাইল পাঠাগারের ৬৭৫তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক-লেখক মুহম্মদ বশিরুদ্দিন। আলোচনায় অংশ নেন, অধ্যাপক এম এ হান্নান, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী। পঠিত লেখা নিয়ে আলোচনা করেন, এডভোকেট মো. আব্দুল মালিক।
সাহিত্যকর্মী তাসলিমা খানম বীথি’র উপস্থাপনায় ও শামসীর হারুনূর রশীদ’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন, সৈয়দ মুক্তদা হামিদ, জয়নাল আবেদিন বেগ, সাদিক হোসেন এপলু প্রমুখ।