সাহিত্য সংসদে আ.ন.ম. শফিকের লাশে শ্রদ্ধা নিবেদন

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি আ.ন.ম শফিকুল হকের লাশ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকেলে সাহিত্য সংসদে নিয়ে আসা হয়। সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী সাহিত্য সংসদের কর্মকর্তা-সদস্যদেরকে নিয়ে মরহুমের লাশ গ্রহণ করেন। সাহিত্য সংসদের পক্ষ থেকে লাশে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় সাহিত্য সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, সংসদের প্রবীণ কর্মকর্তা মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সংসদের সহ-সভাপতি কর্ণেল সৈয়দ আলী আহমদ (অব.), মুহম্মদ বশিরুদ্দিন, সেলিম আউয়াল, কোষাধ্যক্ষ সৈয়দ মুহিবুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, লাইব্রেরি সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, কার্যকরী পরিষদ সদস্য আফতাব চৌধুরী, জাহেদুর রহমান চৌধুরী, এডভোকেট আবদুস সাদেক লিপন, অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, সৈয়দ মোহাম্মদ তাহের, নাজমুল হক নাজু, কার্যকরী পরিষদেও সাবেক সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, সাবেক সদস্য রুহুল ফারুক, সাবেক সাহিত্য সংস্কৃতি সম্পাদক নাজমুল আনসারী প্রমুখ। এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শোয়াইবুর রহমান।
এদিকে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি আ.ন.ম. শফিকুল হক স্মরণে সাহিত্য সংসদেও উদ্যোগে আগামী ১৯ আগস্ট সন্ধ্যে ৭টায় সাহিত্য সংসদের সাহিত্য আসর হলে এক শোক সভার আয়োজন করা হয়েছে।