সাইক্লোন সহায়তা ফান্ডে ৪র্থ দিন শেষে ৮২ হাজার ৪০টাকা জমা হয়েছে

17 - 17Shares
দেশের বর্তমান করোনা মহামারীর সময়ে কবি, সাহিত্যিক সাংবাদিক, সংগঠকসহ অসহায় মানুষের পাশে দাঁড়াতে সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সাইক্লোন কেন্দ্রীয় সংসদ, সিলেট করোনা পরিস্থিতিতে গঠিত সাইক্লোন সহায়তা ফান্ডে ৪র্থ দিন শেষে ৮০ হাজার ৪০ টাকা জমা হয়েছে। দেশে বিদেশে অবস্থানরত সাইক্লোন পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী, ফেসবুকের সমমনা বন্ধুরা এ অর্থ প্রদান করেন। তৃতীয় দিন শেষে জমা হয়েছিল ৬৯ হাজার ৪০ টাকা। চতুর্থ দিনে সহায়তা প্রদানকারীরা হলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার খালেদ আহমদ ১০০০/-, যুক্তরাজ্যে বসবাসরত নাম প্রকাশে অনিচ্ছুক সিলেটের একজন প্রাক্তন সাংবাদিক ১০০০০/-, দৈনিক সিলেটের ডাক এর চিপ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম এর দুই শিশুপুত্র নাহিন ও নিহান ৫০০/-, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার শামীমা নার্গিস ৫০০/-, যুগ্ম পরিচালক ও নীল দলের সেক্রেটারি বিপ্লব চন্দ্র দত্ত ৫০০/-, এইচএসসি পরীক্ষার্থী চৌধুরী সায়িমা হুমায়রা ৫০০/- বিকাশসহ বিভিন্ন মাধ্যমে প্রেরণ করেন। আগামী ১৪ মে ( ২০ রমজান) পর্যন্ত অর্থ সাহায্য গ্রহণ করা হবে। ১ম দফা ৫ মে এবং ২য় দফা ১৫ মে নির্বাচিত অসহায় মানুষের কাছে বিকাশ মারফত সহায়তার অর্থ পৌছে দেয়া হবে। সাইক্লোন সহায়তা ফান্ডে আগ্রহী অর্থদাতাদের জাবেদ আহমদ হিসাব নম্বর ১৯০২ ১২১০০০১১১৩৫ শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ, সিলেট শাখা, অথবা বিকাশে – জাবেদ আহমদ (সভাপতি) ০১৭১০-৯০৪৭৩০, এডভোকেট আব্দুস সাদেক লিপন (সাধারণ সম্পাদক) ০১৭১১-৩৪৫৫৪৩ এ পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা অত্যন্ত বিশ্বস্ততা ও গোপনীয়তার সাথে সঠিক মানুষের নিকট সংগৃহীত সাহায্য পৌছে দিবো এ নিশ্চয়তা প্রদান করছি।
17 - 17Shares