সাইক্লোন সহায়তা ফান্ডে ১৩তম দিন শেষে ১ লক্ষ ৫৪ হাজার ৯২১ টাকা জমা হয়েছে

দেশের বর্তমান করোনা মহামারীর সময়ে সাময়িক সমস্যার সম্মুখিন কবি, সাহিত্যিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠকদের পাশে দাঁড়াতে সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সাইক্লোন কেন্দ্রীয় সংসদ, সিলেট করোনা পরিস্থিতিতে গঠিত সাইক্লোন সহায়তা ফান্ডে ১৪তম দিন ( ৬ মে ২০২০)শেষে ১ লক্ষ ৫৪ হাজার ৯২১ টাকা জমা হয়েছে। দেশে বিদেশে অবস্থানরত সাইক্লোন পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী, ফেসবুকের সমমনা বন্ধুরা এ অর্থ প্রদান করেন। ১২তম দিন শেষে জমা হয়েছিল ১ লক্ষ ৪৬ হাজার ৯২১ টাকা। ১৩তম দিনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আম্বরখানা শাখার ভাইস প্রেসিডেন্ট লেখক মো. নুরুজ্জামান ১০০০/-, পূর্ব মিরাবাজার খাঁরপাড়ার হোটেল জাহান ও সলেহা গার্ডেন এর অন্যতম স্বত্বাধিকারী যুব ও ক্রীড়া সংগঠক রেজা মাহবুব করিম চৌধুরী (রেজা চৌধুরী) ৫০০০/-, সিলেট ফটোগ্রাফিক সোসাইটি (এসপিএস)’র সভাপতি ও উন্দাল কিং কাবাবের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ আহমদ ২০০০/- বিকাশসহ বিভিন্ন মাধ্যমে প্রেরণ করেন। আগামী ১৪ মে ( ২০ রমজান) পর্যন্ত অর্থ সাহায্য গ্রহণ করা হবে। ১ম দফা আজ বেলা ২টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রতিষ্ঠালগ্ন থেকে সাইক্লোন এর সাথে সম্পৃক্ত জনাব শফিউল আলম চৌধুরী নাদেল এর উপস্থিতিতে নির্বাচিতদের কাছে নগদ ও বিকাশ মারফত সহায়তার অর্থ প্রেরণ করা হয়। দ্বিতীয় দফা বন্টন করা হবে ১৫ মে। সাইক্লোন সহায়তা ফান্ডে আগ্রহী অর্থদাতাদের জাবেদ আহমদ হিসাব নম্বর ১৯০২ ১২১০০০১১১৩৫ শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ, সিলেট শাখা, অথবা বিকাশে – জাবেদ আহমদ (সভাপতি) ০১৭১০-৯০৪৭৩০, এডভোকেট আব্দুস সাদেক লিপন (সাধারণ সম্পাদক) ০১৭১১-৩৪৫৫৪৩ এ পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা অত্যন্ত বিশ্বস্ততা ও গোপনীয়তার সাথে সঠিক মানুষের নিকট সংগৃহীত সাহায্য পৌছে দিবো এ নিশ্চয়তা প্রদান করছি।