সাইক্লোন এর সাধারণ সভা ৫ ডিসেম্বর শনিবার
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০
আপডেট : ২ মাস আগে

22 - 22Shares
সামাজিক সংগঠন সাইক্লোন, সিলেট এর সাধারণ সভা ৫ ডিসেম্বর ২০২০ শনিবার বিকাল ৪টায় জিন্দাবাজারস্থ সিলেট সিটি সেন্টার (লিফটের ৯ কক্ষ নং ৯০৬) সিফডিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সাইক্লোন সভাপতি জাবেদ আহমদ ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন সাইক্লোন সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকতে অনুরোধ করেছেন।
22 - 22Shares