সাইক্লোনের ১৬১তম সাহিত্য আসর
প্রকাশিত : ১৩ জানুয়ারি, ২০২০
আপডেট : ১ বছর আগে

9 - 9Shares
লেখকদেরকে পরিশ্রমী হতে হবে। লেখালেখিতে সাফল্য অর্জনের জন্য নিয়মিত অধ্যয়ন ও লেখালেখি করতে হবে। সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সাইক্লোন, কেন্দ্রীয় সংসদের ১৬১তম সাহিত্য আসরে বক্তারা এ কথা বলেন। গতকাল সোমবার বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টারে সিফডিয়া মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাইক্লোনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন। সাহিত্যকর্মী ইফতেখার শামীমের পরিচালনায় সাহিত্য আসরে লেখাপাঠ ও আলোচনায় অংশ নেন গল্পকার সেলিম আউয়াল, ব্যাংকার ও সাংবাদিক জাবেদ আহমদ, ঔপন্যাসিক আলেয়া রহমান, তাসলিমা খানম বীথি, আহমদ জুয়েল, মিদহাদ আহমদ, সাব্বির আহমদ প্রমুখ।
9 - 9Shares