সাংবাদিক নুরুলের উপর হামলা ফটো জার্নালিষ্টের নিন্দা
প্রকাশিত : ০৩ জুলাই, ২০১৯
আপডেট : ৩ বছর আগে

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য মো. নুরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক শংকর দাস।
৩ জুলাই এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। জীবনের ঝূকি নিয়ে তাদের কর্তব্য পালন করে আসছে। কিন্তু অতি দূর্ভাগ্যজনক হলেও সত্য যে, প্রতিনিয়ত সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। আমরা সাংবাদিকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।