সম্মেলনের মাধ্যমেই যোগ্য ব্যক্তিদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : 30 November, 2019
আপডেট : ১ সপ্তাহ আগে

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি বলেছেন, সবাইকে নিয়ে সকলের মতামতের ভিত্তিতেই সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব নির্ধারণ করা হবে । সম্মেলনের মাধ্যমেই যোগ্য ব্যক্তিদের হাতেই নেতৃত্বভার তুলে দেওয়া হবে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সম্মেলনের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, ‘একই সাথে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি ইতিবাচক। এতে আর্থিক সাশ্রয় হবে।’ এসময় সম্মেলনের সাফল্য কামনা করেন তিনি।
উল্লেখ্য, আগামী ৫ ডিসেম্বর সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১১ বছর পর জেলা ও ৮ বছর পর এই দুই ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।