সমৃদ্ধ গাজিপুর গড়ে তুলতে নৌকা মার্কায় ভোট দিন : কামরান

সিলেট এক্সপ্রেস ডেস্ক: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, দেশ আজ সমৃদ্ধের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার বিকল্প নেই। গাজিপুর নগরীকে আধুনিক ও পরিকল্পিত করে গড়ে তোলার লক্ষে জননেত্রী শেখ হাসিনা জাহাঙ্গির আলমের হাতে নৌকা তুলে দিয়েছেন। তাই গাজিপুরকে পরিকল্পতি ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে নৌকা মার্কায় ভোট দিন।
রবিবার দিনভর গাজিপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ ও পথ সভায় এসব কথা বলেন।
সিলেটের ইতিহাসের এই প্রথম মেয়র আরো বলেন, একটি নতুন নগর গড়ে তোলার জন্য প্রয়োজন মাস্টারপ্ল্যান। কিন্তু বর্তমান মেয়র তা করেন নি। জাহাঙ্গির আলম একটি সুন্দর ও দীর্ঘ মেয়াদী মাস্টারপ্ল্যান নিয়ে কাজ শুরু করেছেন। আপনারা নৌকা মার্কাকে বিজয়ী করলে এই প্ল্যান বাস্তবায়ন করা সম্ভব।
এসময় গাজিপুর জেলা ও মহানগর আওয়ামীলীগ নেতৃবন্দ তার সাথে ছিলেন।