সবার প্রিয় পাত্র
প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৮
আপডেট : ৩ বছর আগে

মিজানুর রহমান মিজান:
তুমি এখন ছাত্র , থাকবে সবার প্রিয়পাত্র,
সুনিশ্চিত আসবে সফলতা।।
তাই তোমায় করতে হবে কাজ
দেয়া পাঠ শিখে নিবে পাবে নাতো লাজ
খুশি হবেন শিক্ষক ক্লাসে বাড়বে মমতা।।
নিয়মিত স্কুলমুখি হাসি খুশি প্রাণ
বিকাল বেলায় খেলবে কিন্তু পেলে অনুদান
সন্ধ্যার পরে পড়া চালাও বাড়বে ক্ষমতা।।
মাতাপিতা ওস্তাদ গুরু তাদের দাও সম্মান
মিথ্যা বলা পরিহারে মিলে পরিত্রাণ
ফুল ফুটিবে ঘ্রাণ ছড়াবে থাকলে ভদ্রতা।।
লেখক মিজানুর রহমান মিজান ,উপদেষ্টা সম্পাদক জেএনএনবিডি ডট কম ,বিশ্বনাথ, সিলেট।।