সবজি বিক্রেতাকে ভ্যানগাড়ি প্রদান
প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০
আপডেট : ৫ মাস আগে

8 - 8Shares
সিলেট এক্সপ্রেস ডেস্ক: স্বাবলম্বী হওয়ার জন্য সবজি বিক্রেতা ফেরদৌস মিয়াকে রোটারি ক্লাব অব সিলেট গ্রিনের পক্ষ থেকে ভ্যানগাড়ি প্রদান করা হয়েছে।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট মো. জোমান তারেক। সেক্রেটারি শান্তি রানী সিনহার পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি আইপিডিজি প্রফেসর লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর ফেরদৌস মিয়াকে ভ্যানগাড়ি প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাব ট্রেইনার বদরুল আলম চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট আতাউর রহমান ভূইয়া মিলন, রোটারি ক্লাব সিলেট সাউথের পাস্ট প্রেসিডেন্ট জোবায়ের আহমেদ জাবের, প্রেসিডেন্ট আব্দুল মোহিত দিদার, সিলেট গ্রিনের প্রেসিডেন্ট ইলেক্ট হায়দার বক্স খান দিলু, রোটারিয়ান সুয়েব আহমদ আনফর, রোটারিয়ান ফয়জুল আহমদ, রোটারিয়ান ফয়জুর রহমান শিপু প্রমুখ।
8 - 8Shares