সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী জুয়েলের সমর্থনে আলোচনা সভা

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে গ্যাস সিলিন্ডার প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন জুয়েলের সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ সোমবার খাদিমপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ সভা হয়।
খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনসার মিয়া মহালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে গ্যাস সিলিন্ডার প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন জুয়েল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আবুল হোসেন, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সাইফ উদ্দিন খালেদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম, জেলা খেলাফল মজলিশের সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, জেলা জমিয়তুল উলামার সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা তুহুরুল হক, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আবু ফরহাদ, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব আবুল কালাম তাফাদার, খাদিমপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মাওলানা জামিল আহমদ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম নুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. নেছার উদ্দিন গিয়াস, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাবেক উপ সাহিত্য বিষয়ক সম্পাদক মোমিনুজ্জামান মোমিন, জেলা ছাত্রলীগ নেতা মুমোমিনুল ইসলাম, মহানগর ছাত্রলীগ নেতা কাওসার কামালী, জাহেদ আহমদ, ইমরান আহমদ, সুমন রাজ, খালেদ আহমদ প্রমুখ।
খাদিমপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখছেন সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে গ্যাস সিলিন্ডার প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন জুয়েল।