শ্রীমঙ্গলে গাড়ি চাপায় চিত্রা হরিণের মৃত্যু

15 - 15Shares
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের টি রিসোর্টের সামনে গাড়ি চাপায় একটি চিত্রা হরিণের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে হরিণটির মৃতদেহ পাওয়া যায়। সকাল ৬টার দিকে জয় দেব নামে শ্রীমঙ্গলের এক সাইক্লিস্ট হরিণটিকে রাস্তার পাশের চা বাগানে পড়ে থাকতে দেখে বনবিভাগকে খবর দেন।
জয় দেব বলেন, সকালে ভানুগাছ সড়কের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি হরিণকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি ৯৯৯ নম্বরে কল দেন। খবর পেয়ে মৌলভীবাজার সহকারী বন সংরক্ষক (বন্যপ্রাণী) খবর দেন এসে হরিণের মৃতদেহটি উদ্ধার করেন।
মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, সকালে রাস্তা অতিক্রমকালে চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ওই হরিণটির। মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হরিণটির মৃত্যু হয়। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ছুটে আসি এবং তাকে মৃত অবস্থায় পাকা সড়কে দেখতে পাই। এ হরিণটি চা-বাগান এবং পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত করতো বলে স্থানীয়রা জানিয়েছেন। আইন মোতাবেক ময়নাতদন্ত শেষে চামড়া সংগ্রহ করে হরিণটিকে মাটিচাপা দেওয়া হবে বলেও জানান ওই রেঞ্জ কর্মকর্তা।
15 - 15Shares