শেরপুর জামে মসজিদের পুনঃনির্মাণ কাজ শীঘ্রই শুরু করার সিদ্ধান্ত

34 - 34Shares
গোলাপগঞ্জ উপজেলার শেরপুর জামে মসজিদের ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত সাধারণ সভায় ছয় দশকের পুরনো মসজিদ পুনঃনির্মানের কাজ দ্রুত শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মসজিদের পাশ্ববর্তী স্থানে অস্থায়ী ঘর তৈরি করে মসজিদ ভবন ভাঙ্গার কাজ শুরু এবং ভাঙ্গা শেষ হলেই নতুন ডিজাইন করা দ্বি তল ভিত্তির মসজিদ পুনঃনির্মাণ কাজ শুরু করার সিদ্ধান্ত সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রবীণ মুরব্বী আলহাজ্ব মাওলানা জহুরুল ইসলাম চৌধুরী (মানিক মিয়া) এর সভাপতিত্বে সভায় আব্দুল মতিন চৌধুরী, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক সাইক্লোন সভাপতি জাবেদ আহমদ, বাবুল খান, আব্দুল মুকিত, ফরিদ উদ্দিন, আব্দুল মন্নান চৌধুরী, নুরুদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আহমদ, মাছুম চৌধুরী, তোরন মিয়া, খসরুজ্জামান, নুরুল ইসলাম, আব্দুর রহমান, মখছুম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মসজিদ কমিটির সভাপতি শরীফ আহমদ চৌধুরী, সেক্রেটারী মাহমুদুর রহমান চৌধুরী ও ক্যাশিয়ার জয়নাল আহমদকে মসজিদ পুনঃনির্মান কাজ পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শেরপুর জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল জব্বার।
34 - 34Shares